Featured

ধানের বীজতলায় ঝলসা রোগ দমন | Disease Management of Blast for Nursery Paddy



Published
ধানের বীজতলা ঝলসা রোগ মুখ্যত দুটো কারণে হয় প্রথমত ছত্রাক ঘটিত দ্বিতীয়ত ব্যাকটেরিয়া ঘটিত। ছত্রাক ঘটিত রোগের যে লক্ষণ দেখা যায় তা হল পাতায় ছোপ ছোপ দাগ দেখা যায় এবং পরবর্তীকালে সেই দাগগুলি একটা অপরের সাথে মিলে গিয়ে দাগগুলো বিস্তার লাভ করে এবং চারা ডগা দিক থেকে শুকিয়ে আসে। সমস্যার সমাধানের জন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে বীজ শোধন। বীজ শোধন ফলে বীজবাহিত রোগ থেকে অনেক অনেকাংশে রক্ষা পাওয়া যায়। বীজ শোধনে জন্য আমরা দুই ধরনের ছত্রাকনাশ ব্যবহার করে থাকি জৈব এবং রাসায়নিক ছত্রাকনাশক জৈব ছত্রাক হিসাবে ট্রাইকোডার্মাভিরিডী প্রতি কেজি বীজের সাথে ৪ থেকে ৫ গ্রাম হিসেবে ব্যবহার করা যায় এবং রাসায়নিক ছত্রাকনাশক হিসাবে কার্বেন্ডাজিম ১.৫ গ্রাম প্রতি কেজি বীজের সাথে বা সাফ(কার্বেন্ডাজিম + ম্যানকোজবের মিশ্রণ)২.৫ গ্রাম প্রতি কেজি বীজের সাথে ব্যবহার করলে সুফল পাওয়া যায়। পরবর্তি ক্ষেত্রে ঐ সমস্যা দেখা দিলে প্রাথমিক ভাবে ট্রাইসাইক্লাজোল বা অ্যাজক্সিস্ট্রোবিন ও ডাইফেনকোনাজোল প্রতি লিটার জলে 1.5 মিলি স্প্রে করতে পারি হেক্সাকোনাজোল 1.5-2 মিলি প্রতি লিটার জলে গুলে 7 দিন অন্তর 2 বার স্প্রে করুন। ব্যাকটেরিয়া ঘটিত রোগের ক্ষেত্র ব্যাকটেরিয়া নাশক বা ভালিডামাইসিন ব্যাকটেরিয়া নাশক পাওয়া যায় এগুটি স্প্রে করতে পারি । স্প্রে বিকেলের দিকে করুন ও খেয়াল রাখবেন বীজতলার পাতা যেন ভাল ভাবে ভেজে।
Category
Health
Be the first to comment